ভারতে ১৮ পুণ্যার্থী নিহত, ঘটনাস্থলে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স

- আপডেট সময় : ০২:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৭ বার পড়া হয়েছে

ভারতের ঝাড়খন্ডের দেওঘর জেলার গোড্ডা-দেওঘর সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ পুণ্যার্থী (কাঁওয়ারিয়া) নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ভোর সাড়ে ৫টা নাগাদ মোহনপুর থানা এলাকার জামুনিয়া মোড়ের কাছে ঘটনাটি ঘটে। সেখানে তীর্থযাত্রীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। খবর দ্য ফার্স্টপোস্টের।
বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যায়। অনেকে আহত হয়ে বাসের ভেতর আটকা পড়েন। পরে উদ্ধারকারীরা এসে বাসের বিভিন্ন অংশ কেটে আহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সও (এনডিআরএফ) পৌঁছায়।
বাসটি একটি ধর্মীয় স্থানে যাচ্ছিল। তীর্থযাত্রীরা পবিত্র জল উৎসর্গ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মোহনপুরের এসএইচও প্রিয়রঞ্জন কুমার এবং তার দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে এক্স-এ লেখেন, আমার লোকসভা নির্বাচনী এলাকা দেওঘরে পবিত্র শ্রাবণ মাসে কাঁওয়ার যাত্রার সময় একটি বাস ও ট্রাকের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ ভক্ত প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।