স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিলেন ড. ফয়জুল হক

- আপডেট সময় : ০১:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৫ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন সদ্য পদত্যাগ করা বিএনপির মালয়েশিয়া কমিটির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হক।
মঙ্গলবার (২৯ জুলাই) তিনি তার ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।
ড. ফয়জুল হক তার পোস্টে উল্লেখ করেছেন, আমার বিশ্বাস এই আসনে ২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলো, পীর-মাশায়েখ, আলেম-ওলামা, দেশপ্রেমিক ইসলামপন্থি রাজনৈতিক শক্তিগুলো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, ইমাম, কারি, হাফেজ, মুয়াজ্জিন, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, পেশাজীবী, শিক্ষক, সুধী, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কওমি, আলিয়া, দ্বীনিয়া, সরকারি-বেসরকারি সম্মানিত চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক সংগঠন, পরিবহন শ্রমিক, কুটির শিল্পের উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, এবং আরও অনেক শ্রেণির মানুষ—দল-মত নির্বিশেষে আমার প্রতি তাদের সমর্থন প্রকাশ করবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে এটাই আমার প্রত্যাশা।
তিনি লেখেন, ‘শুনেছি, কিছু কিছু রাজনৈতিক দল এরই মধ্যে আমার স্বতন্ত্র প্রার্থী ঘোষণার সংবাদে তাদের প্রার্থী প্রত্যাহার করেছেন এবং কেউ কেউ প্রার্থী দেওয়া থেকে বিরত আছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা রইল।
তিনি আরও লেখেন, ‘আমি বাংলাদেশের গণমানুষের কণ্ঠ হিসেবে সংসদে কণ্ঠ উঁচিয়ে কথা বলতে চাই। আমি আমার এলাকাকে মামলাবাজি, হামলা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং সব ধরনের নৈরাজ্য বন্ধ করে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে দল বা ধর্মের ভিত্তিতে কাউকেই বৈষম্যের মধ্যে ফেলতে চাই না।
সবশেষে ড. ফয়জুল হক উল্লেখ করেন, ‘আমার বিশ্বাস, আমার মতো মজলুমের পক্ষে শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ আওয়াজ তুলে আমার হাতকে শক্তিশালী করে সত্যিকার আদর্শবান দেশ গঠনে সাহায্য করবেন। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহসই আমার শক্তি। মহান রব আমাদের কামিয়াবি নসিব করুন। আমিন।