চাটমোহরে মুখ বেঁধে শিশুকে ধর্ষণ ধর্ষক শাহীনকে গাজীপুর থেকে গ্রেফতার

- আপডেট সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে মুখ বেঁধে ষষ্ঠ শ্রেণীর শিশু ছাত্রীকে ধর্ষণকারী শাহিন হোসেনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহিন হোসেন (৩৫) উপজেলার গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম জানান, মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুর জেলার বাসন থানার চাঁদপাড়া বাসন রোডস্থ নিডল কটন মিল মেস থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান৷ বুধবার শাহিন হোসেনকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুলাই বিকেলে গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের ১৩ বছর বয়সী (স্থানীয় একটি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী) এক শিশুকে মুখে গামছা বেঁধে মোঃ শাহিন হোসেন তার ছোট ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় চাটমোহর থানায় ওইদিনই ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধিত-০৩) ৯ এর (১) ধারায় ওই শিশুর মা বাদী হয়ে একটি মামলা রেকর্ড (নং ১১) করে।
এদিকে ধর্ষক শাহিনের ফাঁসির দাবিতে গুনাইগাছার সচেতন সমাজ একাধিকবার মানববন্ধন করে।