ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: হিরু ও হারুনের মায়ের কবর জিয়ারতে বিএনপি নেতা লালু Logo অফিস বয় থেকে কোটি টাকার মালিক বদরুজ্জামান Logo ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে : মির্জা ফখরুল Logo জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা Logo ফিরে দেখা ৩১ জুলাই : ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা Logo রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন আজ Logo আজকের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন Logo শাজাহানপুরে নতুন এসিল্যান্ড যোগদান: জান্নাতুল ফেরদৌস উর্মিকে ফুলেল শুভেচ্ছা Logo চাটমোহরে মুখ বেঁধে শিশুকে ধর্ষণ ধর্ষক শাহীনকে গাজীপুর থেকে গ্রেফতার Logo পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, জরিমানার হুমকি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,
  • আপডেট সময় : ০৯:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৩ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম আমদানি করলে দিল্লির বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ’ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ১ আগস্ট থেকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে।

ট্রাম্প আরও লেখেন, ‘যদিও ভারত আমাদের বন্ধু, তবুও বহু বছর ধরে তাদের সঙ্গে আমরা খুব সীমিত পরিসরে বাণিজ্য করেছি। কারণ, তাদের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। ভারতে এখনো কঠোর এবং আপত্তিকর বাণিজ্য প্রতিবন্ধকতা চালু রয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ভারত এখনো রাশিয়া থেকে বিপুল পরিমাণ শক্তি ও সামরিক সরঞ্জাম কিনছে। এমন একটি সময়ে, যখন বিশ্ব চাইছে রাশিয়া যেন ইউক্রেনে গণহত্যা বন্ধ করে। অথচ ভারত ও চীন এই সংকটকালে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়েছে।

ট্রাম্প এটাও লেখেন, ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল এবং সামরিক সরঞ্জাম কেনে, তা হলে জরিমানা দিতে হবে ভারতকে।

ট্রাম্পের আজকের ঘোষণায় দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য আলোচনা আবার অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় জানানো হয়েছিল, ভারত ও যুক্তরাষ্ট্র একটি সমন্বিত বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে।

তবে পাঁচ দফা আলোচনার পরও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আগস্টের শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের দিল্লিতে এসে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা রয়েছে।

এদিকে, সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভারত সরকারের কর্মকর্তারা মনে করছেন ট্রাম্পের ঘোষিত ২৫ শতাংশ শুল্ক হার আপাতত সাময়িক পদক্ষেপ, যা চলমান আলোচনার অংশ হিসেবেই দেখা যেতে পারে। তবে বিষয়টি কী মোড় নেয়, তা নির্ভর করছে পরবর্তী আলোচনার ফলাফলের ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, জরিমানার হুমকি

আপডেট সময় : ০৯:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম আমদানি করলে দিল্লির বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ’ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ১ আগস্ট থেকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে।

ট্রাম্প আরও লেখেন, ‘যদিও ভারত আমাদের বন্ধু, তবুও বহু বছর ধরে তাদের সঙ্গে আমরা খুব সীমিত পরিসরে বাণিজ্য করেছি। কারণ, তাদের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। ভারতে এখনো কঠোর এবং আপত্তিকর বাণিজ্য প্রতিবন্ধকতা চালু রয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ভারত এখনো রাশিয়া থেকে বিপুল পরিমাণ শক্তি ও সামরিক সরঞ্জাম কিনছে। এমন একটি সময়ে, যখন বিশ্ব চাইছে রাশিয়া যেন ইউক্রেনে গণহত্যা বন্ধ করে। অথচ ভারত ও চীন এই সংকটকালে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়েছে।

ট্রাম্প এটাও লেখেন, ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল এবং সামরিক সরঞ্জাম কেনে, তা হলে জরিমানা দিতে হবে ভারতকে।

ট্রাম্পের আজকের ঘোষণায় দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য আলোচনা আবার অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় জানানো হয়েছিল, ভারত ও যুক্তরাষ্ট্র একটি সমন্বিত বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে।

তবে পাঁচ দফা আলোচনার পরও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আগস্টের শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের দিল্লিতে এসে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা রয়েছে।

এদিকে, সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভারত সরকারের কর্মকর্তারা মনে করছেন ট্রাম্পের ঘোষিত ২৫ শতাংশ শুল্ক হার আপাতত সাময়িক পদক্ষেপ, যা চলমান আলোচনার অংশ হিসেবেই দেখা যেতে পারে। তবে বিষয়টি কী মোড় নেয়, তা নির্ভর করছে পরবর্তী আলোচনার ফলাফলের ওপর।