আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

- আপডেট সময় : ০৬:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর ৫টায় বসতপুর সীমান্তের ৩৫৬ পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হন তারা।
পরে এদিন বিকেল ৫টায় হরিপুরের বসতপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- রানীশংকৈল উপজেলার সিদলি গ্রামের মালেকের ছেলে সাদ্দাম (৩০), বলিয়াডাঙ্গী উপজেলার বাদাম বাড়ি গ্রামের তছলিম উদ্দিনের মেয়ে রাফিয়া (২৮) ও একই গ্রামের রব্বানির ছেলে (৪)।
পতাকা বৈঠকে ৫০ বিজিবির কমান্ডার নায়েব সুবেদার রিয়াজুল হক এবং ভারতের ৮৭ বিএসএফ বোরকা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই সিয়াম বাবু যাদব নেতৃত্ব দেন। পরে সন্ধ্যায় আটকদের হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, সীমান্তে আটক তিন বাংলাদেশিকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করছে। আটকদের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।