১৭ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

- আপডেট সময় : ০৬:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৭ বাংলাদেশিকে মেহেরপুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টা ১০ মিনিটে মুজিবনগর উপজেলার বেলতলা সীমান্ত এলাকার ১০৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) আওতাধীন মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শ্রী তাপস কুমার এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধর্মেন্দ্র।
হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৮ পুরুষ, ৫ নারী এবং ৪ শিশু।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের দাবি, দালালচক্রের প্রলোভনে পড়েই তারা এ পথ বেছে নেন। ভারতে প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে এবং উভয় সীমান্তরক্ষী বাহিনীর সমঝোতার ভিত্তিতে ফেরত পাঠানো হয়।
বিজিবির কর্মকর্তারা আরও জানান, ফেরত আসা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তাদের ভারতে প্রবেশে দায়ী দালালচক্র সম্পর্কেও তদন্ত চালানো হবে।