অজ্ঞাত যানের চাপায় সড়কে ঝরল পুলিশ সদস্যের প্রাণ

- আপডেট সময় : ০৬:৫৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় জিলু মিয়া নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি রসুলপুরে যাচ্ছিলেন তিনি।
বালুয়াকান্দি এলাকায় পৌঁছলে চট্টগ্রামগামী লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত যান তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জিলু মিয়া (৪২) গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। কিছুদিনের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, মরদেহ গজারিয়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তে চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।