সংবাদ শিরোনাম :
নোটিশঃ
গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চলনবিলের সময় নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৪:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছেমতো জায়গায় কবর দিতে পারবেন।
শনিবার (২ আগস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বুদ্ধিজীবী কবর স্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিবার যদি চায় তবে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনা হবে।
এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না।