মোকামতলায় অটোভ্যানে ও’ড়’না পেঁচিয়ে ১৩ বছরের কি’শো’রী’র ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু

- আপডেট সময় : ১১:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর নয়াপাড়া গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। প্রাণ হারালো এক সম্ভাবনাময় কিশোরী — নাম শিপা আক্তার (১৩)। পিতা মো. সেলিম মোল্লা ও মাতা শিল্পী বেগমের একমাত্র সন্তান ছিল সে।
জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে শিপা মোকামতলায় কোচিং ক্লাস শেষ করে অটোভ্যানে করে নানির বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মুরাদপুর জিরো পয়েন্ট এলাকায় চলন্ত অবস্থায় তার গলায় থাকা ওড়না অসাবধানতাবশত অটোর চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তেই শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পরপরই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানায়, শিপা ছিল অত্যন্ত ভদ্র, মেধাবী ও প্রাণবন্ত এক কিশোরী। তার এমন মর্মান্তিক মৃত্যুতে সবাই স্তব্ধ ও শোকাহত।
বাদ আছর শিপার জানাজা সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে। কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও আত্মীয়স্বজন।
এদিকে সচেতন মহল থেকে চলন্ত যানবাহনে যাত্রীদের পোশাক, বিশেষ করে ওড়না ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের করুণ দুর্ঘটনা আর না ঘটে।
একটি ছোট্ট অসাবধানতা কেবল একটি প্রাণই নয়, একটি পরিবারের সব স্বপ্ন ও ভবিষ্যতকে মুহূর্তেই ছিন্নভিন্ন করে দিতে পারে। আমাদের উচিত প্রতিটি ক্ষেত্রে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করা, যেন এ ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।