ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

নাটোর চিনিকলের প্রহরীদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটেছে। এতে চিনিকলের কারখানা থেকে প্রায় কোটি টাকার যন্ত্রাংশ ও সরঞ্জাম লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে।

রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানান কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে ডাকাত দল বিভিন্ন কর্মকর্তার কক্ষে প্রবেশ করে। পরে ড্রয়ার আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে ফেলে রেখে যায়। কর্মকর্তার কক্ষে বেশ কয়েকটি কম্পিউটার থাকলেও সেগুলো নেয়নি ডাকাত দল।

চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টিপাতের মধ্যে ৪০ থেকে ৫০ জনের এক দল ডাকাত ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে। এসময় দায়ীত্বে নিয়োজিত ১২ জন নিরাপত্তা প্রহরীকে চিনিকলের কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে জিম্মিদের হাত-পা বেঁধে পালিয়ে যায়।

ভোর সাড়ে ৪টার সময় নিরাপত্তা প্রহরীদের আরেকটি দল কারখানায় এসে জিম্মি প্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এসময় তারা মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে নিরাপত্তা প্রহরীদের মিলের ভেতর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, গত রাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা পাহারায় ছিলেন। মধরাতে নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে ডাকাতদল মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এতে প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায়, ডাকাতদল প্রায় ১ কোটি টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছে নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, আমরা মিলের ভিতরে ঢুকে পরিদর্শন করেছি। সুগার মিলস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের পরে এই ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাটোর চিনিকলের প্রহরীদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : ১১:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটেছে। এতে চিনিকলের কারখানা থেকে প্রায় কোটি টাকার যন্ত্রাংশ ও সরঞ্জাম লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে।

রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানান কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে ডাকাত দল বিভিন্ন কর্মকর্তার কক্ষে প্রবেশ করে। পরে ড্রয়ার আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে ফেলে রেখে যায়। কর্মকর্তার কক্ষে বেশ কয়েকটি কম্পিউটার থাকলেও সেগুলো নেয়নি ডাকাত দল।

চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টিপাতের মধ্যে ৪০ থেকে ৫০ জনের এক দল ডাকাত ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে। এসময় দায়ীত্বে নিয়োজিত ১২ জন নিরাপত্তা প্রহরীকে চিনিকলের কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে জিম্মিদের হাত-পা বেঁধে পালিয়ে যায়।

ভোর সাড়ে ৪টার সময় নিরাপত্তা প্রহরীদের আরেকটি দল কারখানায় এসে জিম্মি প্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এসময় তারা মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে নিরাপত্তা প্রহরীদের মিলের ভেতর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, গত রাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা পাহারায় ছিলেন। মধরাতে নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে ডাকাতদল মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এতে প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায়, ডাকাতদল প্রায় ১ কোটি টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছে নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, আমরা মিলের ভিতরে ঢুকে পরিদর্শন করেছি। সুগার মিলস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের পরে এই ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।