বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতের শিকার আল আমিন (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আল আমিন উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে।
জানা যায়, গত সোমবার সকালে আল আমিন তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ১০-১২ জন দুষ্কৃতকারী তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হামলার ৫ দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আল আমিনের চাচা জাহিদ হাসান বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী নুরুল ইসলাম, তার দুই ছেলে আতিকুল ইসলাম ও আল মাহমুদ এবং তাদের সহযোগীরা আল আমিনের ওপর হামলা চালায়।
এ সময় আল আমিনের বাবা আফজাল হোসেন বাধা দিলে হামলাকারীরা তার পা ভেঙে দেয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আল আমিনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। হামলার ঘটনায় করা মামলায় হত্যা মামলার ধারা যুক্ত করে আদালতে পাঠানো হবে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়