সংবাদ শিরোনাম :
নোটিশঃ
শাজাহানপুরে দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

শাজাহানপুর উপজেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৫৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৮ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে বাড়ির দেয়াল ধসে মো. কিবরিয়া (৫০) নামের এক ইলেকট্রিক উপ-ঠিকাদারের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিবরিয়া তার ভাড়া বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎই তার ঘরের কাঁচা দেয়াল ধসে তার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কিবরিয়ার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তিনি বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের একজন ইলেকট্রিক উপ-ঠিকাদার ছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।