চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সালিশে প্রতিপক্ষের হামলায় ফখরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর আলম ও মো. মুসলিম নামে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে হাটহাজারীর সন্দ্বীপ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফখরুলের দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে এলাকার রিফাত ও তার কয়েকজন সহযোগী অপহরণ করে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক বিয়ের রেজিস্ট্রারে মেয়েটির স্বাক্ষর নেওয়া হয়।
এ ঘটনায় ওই রাতেই হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মেয়েটির পরিবার। পরে হাটহাজারী থানা পুলিশ নোয়াখালীতে গিয়ে সুবর্ণচর থানার সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে এনে পরিবারের জিম্মায় দেয়।
এরপর শুক্রবার বিকেলে ঘটনা মীমাংসা করতে সালিশে বসে দুপক্ষ। সেখানে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় অজ্ঞান হয়ে পড়ে যান ফখরুল ইসলাম। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু মাহমুদ কাউসার হোসেন কালবেলাকে বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
ঢাকা অফিস: ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
©2025 l চলনবিলের সময়