প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে মুক্তিপণ দাবি আটক -৩

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ১ মাস আগে

11

বগুড়ার শেরপুর থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২০২৫) ভোরে নোয়াখালীর এক যুবককে ফাঁদে ফেলে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় ওই যুবক উদ্ধার হন এবং প্রতারক চক্রের সদস্যরা ধরা পড়ে।

​ভিকটিম নূর আলম (২০), নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা। তিনি বগুড়ার শাহজাহানপুর এলাকার পোশাক শ্রমিক জোলেখা বেগমের (২৫) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। জোলেখা তাকে বগুড়ায় দেখা করার জন্য ডাকলে নূর আলম শুক্রবার ভোর ৪টার দিকে শেরপুরের ধুনট মোড়ে এসে পৌঁছান।
​সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী তিন ব্যক্তি তাকে ঘিরে ধরে। তারা হলো- শেরপুরের ঘোরদউরের আনোয়ার হোসেন (২৪), এবং গাড়িদহ এলাকার তানভীর তপু (২৩) ও সুমন (২৩)। তারা নূর আলমের মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয়। এরপর তারা নূর আলমের পরিবারের কাছে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

​পরে প্রতারকরা নূর আলমকে নিয়ে শাহজাহানপুর উপজেলার নয়মাইলে একটি হোটেলে নাস্তা করতে যায়। এই সুযোগে নূর আলম কৌশলে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তিন প্রতারককে হাতেনাতে ধরে ফেলে। একই সময়ে শাহজাহানপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

​এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। প্রেমের ফাঁদ পেতে এমন প্রতারণা চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।