নাইজেরিয়ায় সংসদে সংরক্ষিত নারী আসনের দাবিতে বিক্ষোভ

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 4 months ago

67

নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নাইজেরিয়ার রাজধানী আবুজায় বিক্ষোভ হয়েছে। সোমবারের (২২ সেপ্টেম্বর) এ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, আফ্রিকার সেনেগাল থেকে রুয়ান্ডা পর্যন্ত একাধিক দেশ সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করে নারী আইনপ্রণেতার সংখ্যা বাড়ালেও নাইজেরিয়ায় এখনও সে উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় এনজিও পলিসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, নাইজেরিয়ার সংসদে ১০৯ জন সিনেটরের মধ্যে নারী আছেন মাত্র চারজন এবং ৩৬০ সদস্যের প্রতিনিধি পরিষদে রয়েছেন মাত্র ১৬ জন নারী।

বিক্ষোভে অংশ নেওয়া ডরোথি এনজেমানজে বলেন, জনগণের স্বার্থে আইনসভায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তার দাবি অনুযায়ী, এদিনের বিক্ষোভে এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।

গত কয়েক বছরে নারীদের সংরক্ষিত আসনের দাবিতে একাধিক আন্দোলন হলেও তাতে সাড়া মেলেনি। এবার সংসদে নারীদের জন্য বিশেষ আসনের দাবিতে নতুন করে আন্দোলন শুরু হলো।