পলাশবাড়ীতে নালায় ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার

: বিশ্বজিৎ সরকার ,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশ: ১ মাস আগে

8

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নালায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেগীরপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে তারা নালায় মরদেহটি ভাসতে দেখে দ্রুত থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম গোফ্ফার, পিতা মৃত কফিল, গ্রাম বুজরুক বরকতপুর, ইউনিয়ন পবনাপুর।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে।