চাটমোহরের হান্ডিয়ালে কিশোরকে মারধরের অভিযোগ

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

9

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে এক কিশোরকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হান্ডিয়াল খন্দকারপাড়ার দুলাল খন্দকারের ছেলে হৃদয় খন্দকার (১৭) কে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ডেকে নেয় হান্ডিয়াল বাবুর বাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে মেহেদি হাসান রুবেল (২৫)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে মন্তব্য নিয়ে চার দিন আগে রুবেল ও হৃদয়ের মধ্যে মনোমালিন্য হয়। সেই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় রুবেল হৃদয়কে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ডেকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরে হাতে থাকা র‌্যাবইস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হৃদয়ের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

এদিকে, রুবেলের হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে সন্ত্রাসী কার্যকলাপের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, “ঘটনার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”