মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৭ গ্রামবাসীর ঐক্যের অঙ্গীকার

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ১ মাস আগে

8

বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রাণবন্ত সমাবেশ ও পিকনিকের আয়োজন করা হয়। এ আয়োজনে অংশগ্রহণ করেন স্থানীয় যুবসমাজ, ছাত্রসমাজসহ গ্রামীণ বিভিন্ন স্তরের মানুষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সজিব আকন্দ। তিনি বলেন, “আমাদের সমাজ থেকে বিভক্তি ও ভেদাভেদ দূর করে সাম্য, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে হবে। একসঙ্গে চললেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। প্রবাসী শামীম তার বক্তব্যে বলেন, “দেশ ও সমাজ গঠনে প্রবাসীরা সবসময় আপনাদের পাশে থাকবে। ২৭টি গ্রামের তরুণ ও ছাত্রসমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ গ্রাম গড়ে উঠবে। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবসমাজ এবং গাবতলীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের আলোচনায় মাদক, সন্ত্রাস, সামাজিক বৈষম্য ও অনৈতিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও মানবিক গ্রাম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।