ইউনিয়ন পরিষদ ভাঙচুরের ঘটনায় মামলা চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

8

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ ভাংচুরের ঘটায় আজ শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা করেন।

রাঙ্গাবালী উপজেলায় চিহ্নিত সন্ত্রাসী কে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার বিকাল ৫টার সময় ছোটবাইশদিয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ আয়োজনে চিহ্নিত সন্ত্রাসী, মামলাবাজ, মাদকাসক্ত ও ভূমিদস্যু বায়েজিদ আহম্মেদ কালু বাহিনীর নেতৃত্বে ০৩ নং ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুর, সরকারি মালামাল লুটপাট এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা সহ ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নানা শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন। পরে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে সরকারি সুবিধা ও চাঁদা না দেওয়ায় ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুর করেছেন বায়েজিদ আহম্মেদ কালু বাহিনীর সদস্যরা। ভাঙচুর শেষ সরকারি মালামাল নিয়ে যান তারা।

এ ঘটনায় রাঙ্গাবালী থানায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে মামলা করেন। তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি। পরিষদের সেবা প্রদানের কম্পিউটার ও দুইটি অফিস কক্ষ ভাঙচুর ঘটনায় নাগরিক সেবা বঞ্চিত এ ইউনিয়নের মানুষ।
ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেলুর রহমান বলেন, নাগরিক সেবা প্রদানের দুইটি অফিস ভাঙচুর করে কম্পিউটার, ল্যাপটপসহ জরুরী মালামাল নিয়ে গেছে। আমরা এখন নাগরিক সেবা দিতে পারছি না।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদী হয়ে মামলা করেছে। অতিদ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।