গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন

: গাইবান্ধা উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

11

গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ডিবি রোডে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন—টানেল নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট আশরাফ আলী, বাসদ নেতা কাজী আবু রাহেন উল্লাহ, গোলাম রব্বানী, বিএনপি নেতা ইলিয়াস হোসেন, এ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে গাইবান্ধায় কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকার বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। তারা বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দ্রুত এ টানেল নির্মাণ করে এ জনপদের মানুষের ভাগ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।