আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার কালিতলা বাজার এলাকায় ১০০ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেছে জনগণের সহযোগিতা ফাউন্ডেশন। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক আদর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু জাহিদ সিদ্দিক। উপহার হিসেবে দুগ্ধজাত পণ্য, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে দুর্গাপূজার মতো জাতীয় উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে মানবিক ও সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনগণের...
10
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার কালিতলা বাজার এলাকায় ১০০ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেছে জনগণের সহযোগিতা ফাউন্ডেশন। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক আদর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু জাহিদ সিদ্দিক। উপহার হিসেবে দুগ্ধজাত পণ্য, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে দুর্গাপূজার মতো জাতীয় উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে মানবিক ও সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনগণের সহযোগিতা ফাউন্ডেশন এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবে।