শারদীয় দুর্গোৎসব উপলক্ষে, বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: 4 months ago

75

মহাসপ্তমীতে বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয়।

জনাব হোসনা আফরোজা (যুগ্মসচিব), সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া মহোদয় এসময় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মহোদয়, পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পুরোহিত ও পূজারিদের সাথে মতবিনিময় বিনিময় করেন। দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।