বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 4 months ago

79

ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী এবং সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শাহিনবাগ শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, তেজগাঁও সার্বজনীন ও তেজগাঁও তেজকুনিপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।