বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফল করতে গণমাধ্যমকর্মীদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: 3 months ago

79

বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফল করার উদ্দেশ্যে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ “পরামর্শ সভা” অনুষ্ঠিত হয়েছে।

​বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন, বগুড়া ও ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১ ঘটিকায় এই সভা শুরু হয়।
​সভার মূল বিষয়বস্তু ও অংশগ্রহণকারীগণ
​বগুড়ার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা সভায় সভাপতিত্ব করেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:
​মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার, বগুড়া (বিশেষ অতিথি)।
​ডা. মোঃ খুরশীদ আলম, সিভিল সার্জন, বগুড়া (বিশেষ অতিথি)।
​রিয়াদুল ইসলাম, উপ-পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা (বিশেষ অতিথি)।
​মোঃ শহিদুল হাসান, নিউট্রিশন অফিসার, ইউনিসেফ (বিশেষ অতিথি)।
​রেজাউল হক রানু, সভাপতি, বগুড়া প্রেসক্লাব (বিশেষ অতিথি)।
​বগুড়া সিনিয়র তথ্য অফিসার মুহাঃ মাহফুজার স্বাগত বক্তব্য প্রদান করেন।
​ক্যাম্পেইন ও টিকাদানের গুরুত্ব
​সভায় ডেপুটি সিভিল সার্জন, বগুড়া, ডা. মোঃ নুর-ই-শাদীদ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য এবং টাইফয়েড রোগের ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরেন।

​সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং টিকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি জনগণের মধ্যে যাতে কোনো রকম গুজব বা অপপ্রচার ছড়াতে না পারে এবং সবাই যেন টিকাদানে উদ্বুদ্ধ হয়, সে বিষয়ে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একই সাথে, দুর্গম এলাকা এবং টার্গেট গ্রুপকে কীভাবে এই টিকার আওতায় আনা যায়, সে বিষয়েও তিনি পরামর্শ চান।

​সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জেলার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।