“১৭ বছর পর মৌডুবীতে বিএনপি প্রার্থী মোশাররফ হোসেনের প্রত্যাবর্তন”

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: 3 months ago

146

দীর্ঘ ১৭ বছর পর রাঙ্গাবালী উপজেলার ০৬ নং ইউনিয়ন মৌডুবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক জনসভার আয়োজন করা হয়।

বুধবার সকাল ১১ টায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়,
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী ০৪ আসনের B.N.P.মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন।
সবায় সভাপতিত্ব করেন মৌডুবী ইউনিয়ন বিএনপির সভাপতি, ও সম্মানিত শিক্ষক জনাব শাহাবুদ্দিন মৃধা,
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন মানুষ পিয়ার বোঝেনা পিয়ার পদ্ধতিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।তিনি আরো বলেন ধর্মের নামে বিভাজন ছড়ানো হচ্ছে, কিন্তু দেশের মানুষ এসব অপপ্রচারে কান দিবেনা, তিনি আরো বলেন যদি অবাদ ও সুষ্ঠু নির্বাচন হয়,তাহলে ইনশাআল্লাহ বিএনপিকে মানুষ ভোট দিবে। আমরা দায়িত্বশীল দল হিসেবে সব সময় মানুষের পাশে আছি, ক্ষমতায় না গিয়েও দীর্ঘদিন মানুষের সেবা করে আসছি,এবং ভবিষ্যতেও এই জনপদের মানুষের জন্য কাজ করে যাবে বলে আশ্বাস দেন।