ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশঃ
 জরুরি সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা ইমেইল আবেদন করুনঃ chalonbilersomoy@gmail.com। চলনবিলের সময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 

পলিথিন কারখানায় অভিযানে গিয়ে হামলার শিকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক

পরিবর্তন টিভি নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

চলনবিলের সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে ফিরে আসার সময় হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী। এ সময় জব্দ করা মেশিন ও মালমালভর্তি ট্রাক ভাঙচুর করে নিয়ে গেছে কারখানার লোকজন।

 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে অভিযান শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত শওকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, চকবাজারের ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ আমরা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করি। এ সময় কারখানাটি সিলগালা করে দেই। কাজ শেষে সেখান থেকে হেঁটে মেইন রোডে যাওয়ার সময় লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় শওকত আলী আহত হন। তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট) হিসেবে কর্মরত। এ সময় ট্রাকটিকে ভাঙচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত পেয়েছেন।

 

এ ব্যাপারে জানাতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছে। তার নাকে ও মাথায় আঘাত লেগেছে। তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পলিথিন কারখানায় অভিযানে গিয়ে হামলার শিকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক

আপডেট সময় : ১০:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে ফিরে আসার সময় হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী। এ সময় জব্দ করা মেশিন ও মালমালভর্তি ট্রাক ভাঙচুর করে নিয়ে গেছে কারখানার লোকজন।

 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে অভিযান শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত শওকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, চকবাজারের ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ আমরা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করি। এ সময় কারখানাটি সিলগালা করে দেই। কাজ শেষে সেখান থেকে হেঁটে মেইন রোডে যাওয়ার সময় লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় শওকত আলী আহত হন। তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট) হিসেবে কর্মরত। এ সময় ট্রাকটিকে ভাঙচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত পেয়েছেন।

 

এ ব্যাপারে জানাতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছে। তার নাকে ও মাথায় আঘাত লেগেছে। তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।