গাবতলীতে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ করলেন এমপি প্রার্থী গোলাম রব্বানী

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

7

বগুড়ার গাবতলীতে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ করেছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে তিনি উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের আলতার বাজার, তেঁতুলগাছি হাট, দোয়ারপাড়া ও নাড়ুয়ামালা বাজারে এলাকার সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং বলেন, দাঁড়িপাল্লা প্রতীকই ইনসাফ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আমরা যদি আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি—তবে ইনশাআল্লাহ এই দেশ থেকে অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর হবে। জনগণের সহযোগিতাতেই আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে চাই।

তিনি আরও বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, বরং একটি আদর্শিক পরিবর্তনের সংগ্রাম। আমরা জনগণের ভোটের মাধ্যমে দেশে শান্তি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুল ইসলাম বাবুল, ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ হানিফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি নুরুজ্জামান, ইউনিয়ন সেক্রেটারি সাকিরুল ইসলাম, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি আব্দুস সবুর পিন্টুসহ এক শতাধিক নেতাকর্মী।

গণসংযোগ চলাকালে এলাকার সর্বস্তরের জনগণ গোলাম রব্বানীর পক্ষে সমর্থন জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।