বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃ`ত্যু শ্রমিক সদস্য পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: 3 months ago

141

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃ`ত্যু শ্রমিক সদস্যর পরিবারকে এককালীন আর্থিক অনুদান ও সড়ক দুর্ঘটনায় প`ঙ্গুত্ববরণকারী প`ঙ্গু ও বৃদ্ধ শ্রমিক সদস্যদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ৯অক্টোবার বৃহস্পতিবার বিকালে পৌরসভার ১৪নং ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ীতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সম্মেলন কক্ষে আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল সাহেবের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্যে দেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু’র পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। আরো বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু।

মোটর শ্রমিক ইউনিয়নের ৬০ জন মৃত্যু শ্রমিক সদস্য পরিবারকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ১৮ লখটাকা ইউনিয়ন তহবিল হইতে এককালিন অনুদান অর্থের চেক প্রদান করা হয়। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী পঙ্গু ও বৃদ্ধ শ্রমিক সদস্যদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, ইউনিয়নের শাখা কার্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যবৃন্দ উপস্তিত ছিলেন।