চাটমোহর থানার ওসি মনজুরুল আলম পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

14

আইনশৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক পুলিশি কার্যক্রমে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন চাটমোহর থানার মনজুরুল আলম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পাবনা পুলিশ লাইন্সের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান আনুষ্ঠানিকভাবে ওসি মনজুরুল আলমের হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজিনুর রহমান, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তারসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম তার দায়িত্বকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনসাধারণের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলায় বিশেষ ভূমিকা রেখেছেন। তার এই সাফল্যের ফলে জেলার মাসিক মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।

তার এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সাধারণ মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অনেকে মনে করছেন, এ স্বীকৃতি মনজুরুল আলমকে আরও অনুপ্রাণিত করবে জননিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে।