দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

12

আগের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চীবরদান উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সশয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ধারায় রয়েছে। চ্যানেল আইয়ের এক সাংবাদিকও সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন, যা বাস্তবতার প্রতিফলন।

উপদেষ্টাদের ‘সেইফ এক্সিট’ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে নানা প্রশ্ন তুলতে পারেন, তবে প্রশ্ন তো আর থামানো যায় না। সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতেই কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

এ সময় ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারাসহ অনেকে উপস্থিত ছিলেন।