খেলার মাঠে ঐক্যের সুর: শাজাহানপুরে হিন্দু সম্প্রদায়ের প্রীতি ফুটবল ম্যাচ

: শাজাহানপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ২ সপ্তাহ আগে

9

​বগুড়ার শাজাহানপুরে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যেখানে ধর্ম নয়, খেলাই হয়ে ওঠে একতার মূল বন্ধন।

​উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বৃহত্তর ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের খেলোয়াড়রা এই প্রীতি ম্যাচে অংশ নেন।

​শনিবার (১১ অক্টোবর) বিকেলে খরনা ইউনিয়নের বীরগ্রাম আল হুদা মাদ্রাসা মাঠে এই আনন্দময় খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ছিল তীব্র উৎসাহ-উদ্দীপনা, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

​উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল হোসেন মঞ্জু, ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার সম্পাদক আব্দুল কুদ্দুস বাবলু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রকি এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

​এই আয়োজনের মাধ্যমে খেলার মাঠে সম্প্রীতি ও সৌহার্দের এক সুন্দর বার্তা প্রতিফলিত হয়েছে।