প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র ৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

: নুপুর কুমার রায়(শাহজাদপুর উপজেলা )প্রতিনিধি:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

11

শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ অক্টোবর শুক্রবার।তিনি ২০২০ সালের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ইন্তেকাল করেন।

বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা। মূলত রবীন্দ্র গবেষক হিসেবে কাজ করলেও লিখেছেন অনেক কবিতা এবং গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ। আমৃত্যু তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের রবীন্দ্র বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং উদ্যোক্তা ছিলেন তিনি।

শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর নাছিম উদ্দিন মালিথা’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন,নাসিম উদ্দিন মালিথার সন্তান প্রখ্যাত সাংবাদিক চকোর মালিথা, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত), সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অপ্লাইড কেমস্ট্রি এন্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর প্রভাষক নাছিম উদ্দিন মালিকের দৌহিত্র সাদিত বিহঙ্গ মালিথা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের চেয়ারম্যান জনাব মইনুল ইসলাম, সহকারি অধ্যাপক জাবেদ ইকবাল, জামিড়তা ডিগ্রী কলেজে অধ্যক্ষ জনাব হায়দার আলী, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এর উপদেষ্টা অধ্যক্ষ মো: ফরহাদ হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ পরিচালক জনাব শিবলী মাহবুব, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সরওয়ারদি আজাদ ও মাহবুবুর রহমান, হাজী মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব নবি নেওয়াজ, শাহজাদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, নাছিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম, মশিপুর সরিষাকৈল ফাজিল মাদ্রাসার প্রভাষক জনাব আশরাফুল ইসলাম, শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও আদিব শাফায়েত আব্দুল্লাহ প্রমুখ।

সমাপনী বক্তব্য, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এর উপদেষ্টা অধ্যক্ষ মও: আবু জাফর।

এছাড়া পরিবারের পক্ষ থেকে বাদ আসর ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাঁ মাঠে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে মালিথা বাড়ি জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়েছে।