
টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
রবিবার (১২ অক্টোবর, ২০২৫) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও তাইফুর রহমান বলেন,
“টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। নিয়মিত টিকাদানের মাধ্যমে শিশুদের এই রোগ থেকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া সম্ভব। অভিভাবকদের দায়িত্ব হবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানকে টিকা দেওয়ার জন্য ক্যাম্পে নিয়ে আসা।”
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ডে ছয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকাদান কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন।