বগুড়ায় জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ২ সপ্তাহ আগে

10

সোমবার সন্ধ্যায় বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাতমাথা সংগঠন কার্যালয়ে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদিক আলী-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘা এবং হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন।
​সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু অনুষ্ঠানটি পরিচালনা করেন।
​এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মইদুল ইসলাম, সহ-সভাপতি সোমেশ জালাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিয়া ও উজ্জল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক মন্ডল ইসলাম।
​এছাড়াও, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের শহর শাখার সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক হানিফ, সহসভাপতি মুক্তার হোসেন-সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।