বগুড়ার শাজাহানপুরে নিজ বিদ্যালয়ের এক ছাত্রীসহ স্থানীয়দের হাতে আটক এক ধর্মীয় শিক্ষক

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: 3 months ago

100

বগুড়ার শাজাহানপুরে নিজ বিদ্যালয়ের এক ছাত্রীসহ স্থানীয়দের হাতে আটক এক ধর্মীয় শিক্ষক। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের বেতগাড়ি এলাকায়।

জানা যায়, বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক রোকনুদ্দীন খান ও সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ওই এলাকার একটি চক্ষু হাসপাতালের বাগানে আপত্তিকর অবস্থায় দেখে স্থানীয়রা আটক করেন। পরে তাঁরা বিষয়টি ছাত্রীর পরিবারকে অবহিত করেন। এ সময় ঘটনাস্থলে তোলা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল হক বলেন, ঘটনার বিষয়ে জেনেছি। শিক্ষক রোকনুদ্দীন খান কোনো অনুমতি ছাড়াই ছাত্রীকে নিয়ে গেছেন। এজন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষক রোকনুদ্দীন খান বলেন, ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তাকে সাহায্য করতে চক্ষু হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখানে চকলেট কিনে দিই। পরে স্থানীয়রা এসে আমাদের আটক করে। তবে অসুস্থ ছাত্রীকে কাছের চিকিৎসকের কাছে না নিয়ে চক্ষু হাসপাতালে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারেননি তিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউল হাসান শিমুল জানান, ছাত্রীর পিতার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে শুনে প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান বলেন ঘটনাটি সম্পর্কে কেউ আমাকে অবহিত করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।