এনসিপির নতুন অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

18

জাতীয় শ্রমিক শক্তি নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ হয়।

অনুষ্ঠানে জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘কিছু মানুষ জাতীয় ঐক্য বলতে শুধু রাজনীতির দলের ঐক্য বোঝে। কিন্তু রাজনৈতিক ঐক্য হলো সব শ্রেণিপেশার মানুষের মধ্যে ঐক্য। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাবে, এটা কোনো জাতীয় ঐক্য নয়।

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অবহেলা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা। এ সময় জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্বের নাম ঘোষণা করেন তিনি। শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের বঞ্চনা দূর করে, তাদের ন্যায্য অধিকার ও রাজনৈতিক অংশীদারত্ব নিশ্চিতে জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে বলে জানান সংগঠনটির নেতারা।

বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্যসচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। মুখ্য সংগঠক আরমান হোসেন, সদস্য সচিব রিয়াজ মোরশেদ, আহ্বায়ক হবেন মাজহারুল ইসলাম ফকির।