এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ : ডিসি সারোয়ার

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 months ago

100

সিলেটে আগামী শুক্রবার থেকে এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ ও একজনের টিকিটে আরেকজন ট্রেনে চলাচল করা যাবে না বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারি নিয়ে একটি অভিযোগ আছে। ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আগামী ২৪ অক্টোবর শুক্রবার থেকে এনআইডি কার্ড ছাড়া কেউ উঠতে পারবে না ট্রেনে। আমরা রেলের কর্মরত সবার সঙ্গে বসেছি। আমরা আশা করছি, এনআইডি সংযোজন করায় টিকিট কালোবাজারি অনেকাংশে কমে যাবে।

তিনি আরও বলেন, আমরা আজকে রেলস্টেশনে এসেছি কারণ শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছে যার ফলে মানুষ যেতে পারছে না। আমরা চাই কিছু মানুষ হলেও যাতে তারা ট্রেনে যেতে পারে। সেটা নিয়ে কথা হয়েছে এবং ব্যবস্থাও হয়েছে। যাদের ইমার্জেন্সি তাদের মধ্যে ৫৫ জন যাত্রী যেতে পারবে। এই ইমার্জেন্সি ব্যবস্থা শুধু আজকের জন্য করা হয়েছে।