
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠান চলাকালীন সময়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত থেকে ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন: ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ও বিশিষ্ট চিকিৎসক, আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি ও সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি। পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ: অতিথিবৃন্দ মেডিকেল ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
তারা পরস্পরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। দীর্ঘদিন ধরে জিয়াউর রহমান ফাউন্ডেশন সারা দেশে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সেবা ও মানবতার কল্যাণে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে থাকা, তাদের কষ্টে-দুঃসময়ে সহায়তা করা এবং একটি সুস্থ সমাজ গঠন করাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মানবসেবার এই মহৎ উদ্যোগে বাগবাড়ীর স্থানীয় মানুষরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।