অসহায়দের মুখে হাসি ফোটাতে প্রবাসী শামীম, মানবতার সেবায় দেশ গড়ার অঙ্গীকার

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ১ সপ্তাহ আগে

32

বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুরের গর্ব, প্রবাসী শামীম। মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি প্রবাসে থেকেও ভুলে যাননি নিজের এলাকার অসহায় মানুষদের।

সম্প্রতি তিনি নিজ গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। মাতার ঘাম ঝরানো পরিশ্রমের কথা স্মরণ করে শামীম বলেন, মানুষ মানুষের জন্য এই বিশ্বাস নিয়েই আমি পাশে থাকার চেষ্টা করি। তার এই মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার জোয়ার উঠেছে। অনেক প্রবাসী তার অনুপ্রেরণায় এগিয়ে আসছেন সমাজের উন্নয়নমূলক কাজে।

শেষে তিনি দোয়া চান সকল প্রবাসী ভাইদের জন্য, যেন সবাই সুস্থ ও নিরাপদ থেকে দেশের মানুষের পাশে থাকতে পারেন। মানবতার সেবাই শ্রেষ্ঠ ধর্ম প্রবাসী শামীম।