শাজাহানপুরে নি’খোঁ’জের তিনদিন পর গৃহ’ব’ন্দী লা’শ উ’দ্ধা’র

: বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: 3 months ago

107

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর শাহাদত আলী (৫০) নামে এক সিএনজি চালকের গৃহবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাদত আলী ওই এলাকার শাজাহান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাদত আলী একাই বাড়িতে থাকতেন। গত শনিবার (১৮ অক্টোবর) সর্বশেষ তাকে বাসায় প্রবেশ করতে দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার বিকেলে তার ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে পচনধরা মরদেহ উদ্ধার করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন দিন আগে শাহাদত আলীর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে ।( নিউজ লেখা সময় পর্যন্ত)