সুজানগরে আগাম মুড়িকাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত কৃষকরা

: সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ৫ দিন আগে

43

বাংলাদেশে পেঁয়াজ আবাদে অগ্রণী ভূমিকা রাখা পাবনার সুজানগরে শুরু হয়েছে আগাম বা মুড়িকাটা পেঁয়াজ আবাদের উৎসব। উপজেলার বড় কৃষক থেকে শুরু করে প্রান্তিক কৃষকরাও এখন ব্যস্ত সময় পার করছেন জমি চাষ, বীজ বপন ও পরিচর্যায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সুজানগরের ১০টি ইউনিয়নে মোট ১ হাজার ৬৭০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গত বছরের তুলনায় বাজারে ভালো দাম পাওয়ায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম।

তিনি আরও বলেন, গত মৌসুমে কৃষকরা পেঁয়াজ বিক্রি করে ভালো লাভ পেয়েছিলেন। তাই এবার অনেকেই জমি বাড়িয়ে আবাদ করছেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে মূলকাটা পেঁয়াজের আবাদ কিছুটা দেরিতে শুরু হয়েছে।

গোপালপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন জানান, সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই মুড়িকাটা পেঁয়াজ আবাদ শুরু হয়। কিন্তু এ বছর অতিবৃষ্টির কারণে একটু দেরিতে, দ্বিতীয় সপ্তাহ থেকে কাজ শুরু করতে হয়েছে।

ইতিমধ্যে চরাঞ্চলের অধিকাংশ উঁচু জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। বর্তমানে নিচু জমিতে বীজ রোপণের কাজ চলছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পুরো উপজেলায় আবাদ শেষ হবে বলে জানান দুর্গাপুর গ্রামের কৃষক কামরুজ্জামান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন, এখন মৌসুমী পেঁয়াজের দাম ভালো, তাই কৃষকদের আগ্রহ বেড়েছে। আশা করা যায়, মুড়িকাটা পেঁয়াজের বাজারও লাভজনক থাকবে। ফলে কৃষকরা আরও উৎসাহিত হচ্ছেন এই আবাদে।