
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মৌডুবী বাজারে এ সমাবেশে অনুষ্ঠিত হয়, উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ১১৩ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌডুবী ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব মোঃ রেজাউল করিম হাওলাদার।
এ সময় বক্তব্য রাখেন আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি, ১১৩ পটুয়াখালী-৪ এর সমন্বয়কারী মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামিক আদর্শের বিকল্প নেই। ইসলামী আন্দোলন জনগণের ভোটাধিকার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের পতাকাতলে আসতে হবে।
গণসমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।