জুলাই যোদ্ধা শহীদ জসিমের কন্যা ‎লামিয়া ধর্ষণ মামলার রায়, ‎তিন আসামির বিভিন্ন মেয়াদের সাজা

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: ৫ দিন আগে

89

‎পটুয়াখালীর দুমকির বহুল আলোচিত জুলাই অভ্যুত্থানে শহীদ জসিমের কন্যা লামিয়া আক্তার কে সঙ্ঘবদ্ধ ধর্ষণের মামলায় মো,সাকিব মুন্সি ওরফে সাকির আল হাসান,সিফাত মুন্সী ও ইমরান মুন্সি এই তিন কিশোরকে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত, এছাড়া পর্নোগ্রাফি আইনে মো,সাকির মুন্সী ওরফে সাকির আল হাসান এবং সিফাত মুন্সীকে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

‎বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় জনাকীর্ণ আদালত আসামিদের উপস্থিতিতে বিচারক নিলুফার শিরিন এ রায় প্রদান করেন। আদালতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তি তর্কের শেষে এ রায় প্রদান করা হয়।
‎মামলার নতি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে চলতি বছরের ১৮ মার্চ সন্ধ্যায় লামিয়া সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে ধুমকি থানায় মো,সাকিব মুন্সী (১৭) ও মো,সিফাত মুন্সী (১৯)- এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর -১১, তারিখ:১৯/০৩/২৫।
‎মামলার তদন্তের শেষে দুমকি থানার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো,রফিকুল ইসলাম চলতি বছরের ১ মেয়ে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
‎অভিযুক্ত
‎১।মো,সাকিব মুন্সী ওরফে সাকির আল হাসান (১৫)পিতা- মৃত মামুন মুন্সী ওরফে মিজানুর রহমান
‎মাতা মোসাঃহোসনে আরা পারভীন রেহেনা,সাং—নলদোয়ানী ০২নং ওয়ার্ড (মুন্সী বাড়ি)

‎২।সিফাত মুন্সী (১৭),পিতা মো,সোহাগ মুন্সী, মাতা শিউলি বেগম সাং নলদোয়ানী ০২ নং ওয়ার্ড (মুন্সী বাড়ি),থানা দুমকি,জেলা পটুয়াখালী;

‎৩।ইমরান মুন্সী (১৭),পিতা মো,আব্দুল মালেক মুন্সী
‎মাতা মোসাঃএমেলি সুলতানা, সাং নলদোয়ানী ০২ নং ওয়ার্ড (মুন্সী বাড়ি) থানা দুমকি, জেলা পটুয়াখালী।
‎রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মোঃ আব্দুল্লাহ আল নোমান জানান, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ সাজা প্রদান করছেন।
‎ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক এ শাস্তি নজির স্থাপন করবে।
‎উল্লেখ্য চলতি বছরের ২৬ এপ্রিল রাত ৯ টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার বাসা থেকে জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৭)- এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে জসিম হাওলাদার গত বছরের ১৯ জুলাই টাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হয়ে ১০ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।