 
                             
                                            
                                                                                            
                                        
গতকাল ঢাকার পিজি হাসপাতালে দেখতে ছুটে যান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ও শিবগঞ্জবাসীর আস্থাভাজন ডা. ফিরোজ মাহমুদ ইকবাল। তিনি শিবগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের সফল মেয়র মতিয়ার রহমান মতিন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
বর্তমানে মতিন ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হৃদপিণ্ডে তিনটি রিং (Stent) স্থাপন করা প্রয়োজন। অসুস্থতা সত্ত্বেও তিনি মানসিকভাবে অত্যন্ত দৃঢ়।
শারীরিক দুর্বলতা থাকলেও তাঁর মুখে সেই চেনা হাসি ভরসা ও আশায় উজ্জ্বল। একজন সৎ, বিনয়ী ও পরোপকারী মানুষ হিসেবে মতিন ভাই সবসময় মানুষের পাশে থেকেছেন। আজ আমরা সবাই তাঁর পাশে আছি প্রার্থনায়, ভালোবাসায়।
ইনশাআল্লাহ, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনেন এই দোয়াই করি।
