শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মৃত্যু

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: ২ দিন আগে

17

বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হানুল ইসলাম রানা (৪০) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনি নগর আলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত কনস্টেবল রায়হানুল ইসলাম রানা জয়পুরহাট জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি নৌ-পুলিশে বদলি হন এবং আগামীকাল রবিবার ঢাকায় যোগদানের কথা ছিল। তার পিতার নাম মৃত শাহ আনোয়ার হোসেন। পারিবারিক ঠিকানা—হাপুনিয়া কলোনি নগর আলা গ্রাম, গাড়ীদহ ইউনিয়ন, শেরপুর, বগুড়া।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে ঘরের বিদ্যুতের কাজ করার সময় রানা হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই অকাল মৃত্যুতে রায়হানুল ইসলামের পরিবার, সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

🕊️ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।