গাইবান্ধায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

: বিশ্বজিৎ সরকার ,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশ: 3 months ago

186

গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২৪ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়,সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ির পশ্চিম পাশে প্রায় ৩০০ গজ দূরে নিজেদের সেচপাম্প দিয়ে পুকুরের পানি ধানের জমিতে দেওয়ার জন্য যান। পাম্প চালু করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে শিহাব মিয়া জড়িয়ে পড়ে। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও বিদ্যুৎ তারে জড়িয়ে পুকুরের পানির নিচে পড়ে যান। এসময় তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।