:
জয়দেব কুমার দাস (বিশেষ প্রতিনিধি) বগুড়া প্রকাশ: ৮ ঘন্টা আগে
বগুড়ার শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলা মীরএন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে স্থাপিত চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন - কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত আনছার আলী মণ্ডলের ছেলে মো. সিরাজ উদ্দিন (৬০) এবং ফুলবাড়ী উপজেলার বড় লৈ গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. রিফাত ব্যাপারী (২৫)। পুলিশ জানায় ,তল্লাশিতে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে...
80
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলা মীরএন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে স্থাপিত চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত আনছার আলী মণ্ডলের ছেলে মো. সিরাজ উদ্দিন (৬০) এবং ফুলবাড়ী উপজেলার বড় লৈ গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. রিফাত ব্যাপারী (২৫)।
পুলিশ জানায় ,তল্লাশিতে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।