নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নয়, সরকার প্রস্তুত : নৌ উপদেষ্টা

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

13

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নয়, সরকার প্রস্তুত। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন স্পষ্ট, আমরা নির্বাচন করছি। নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুধু সহযোগিতা করবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ভোলার চরফ্যাশনের বেতুয়া নদীবন্দরের তিনতলা টার্মিনাল ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, একসময় পদ্মায় ইলিশ ধরা পড়ত, এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যদি এ প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরও স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি।

‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান।