রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আইন অনুমোদন, প্রজ্ঞাপন জারি

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 months ago

87

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্র্যাকসু) ও হল সংসদ গঠনের বিধিমালা চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সোমবার (২৭ অক্টোবর) এ বিধিমালার অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাইমা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়— ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদগুলোর গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫’ মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক সদয় অনুমোদনপ্রাপ্ত হয়েছে।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাদের দাবি, আইন অনুমোদনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনে আর কোনো বাধা থাকল না। এতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার পথ খুলে গেল।

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুললে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নীতিমালা না থাকায় আইন প্রণয়ন, রোডম্যাপ বাস্তবায়নের দাবিতে আন্দোলন, সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে গত ১৭ আগস্ট প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে ১০ শিক্ষার্থী অনশন শুরু করেন। টানা তিন দিনের অনশনের পর ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আমরণ অনশন ভাঙেন তারা।