বগুড়ার শিবগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী প্রাইভেটকারসহ গ্রেফতার

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: ১ দিন আগে

107

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের দি মুন হোমিও ফার্মেসির সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানা, বুধবার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের একটি টহল দল নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়। এসময় গাড়ির ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: ১️ মো. সোহেল রানা (২৫), পিতা মো. শাহ আলম, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম। ২️ মো. মিলন মিয়া (২৮), পিতা মৃত ইনসার আলী, গ্রাম বানেশ্বর নামাজ, থানা পুটিয়া, জেলা রাজশাহী। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিলন মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।